নতুন সিরিয়াল আনার লড়াই
টিআরপি যুদ্ধে কোন চ্যানেল এগিয়ে থাকবে, কোন সিরিয়ালে শেষ হাসি হাসবে তা নিয়ে বিতর্ক চলছেই। শীর্ষস্থানীয় চ্যানেলগুলি টিআরপির এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নতুন সিরিয়াল নিয়ে আসছে। জি বাংলা যখন একটি নতুন সিরিয়াল নিয়ে আসে, তখন এটি স্টার জলশাকে একাধিক নতুন গল্পের সাথে উপস্থাপন করে। উল্টোটাও ঘটে। নতুন সিরিয়াল আনার লড়াই এখনো চলছে দুই চ্যানেলের মধ্যে।
চলতি সপ্তাহ থেকে জলসায় শুরু হয়েছে 'মাধবীলতা'। আর অন্যদিকে, আগামী সপ্তাহ থেকে জিতে শুরু হবে 'জগধাত্রী'। তবে শুধু এই দুটি সিরিয়ালই নয়, জলসায় আসছে আরও নতুন গল্পের ঝলক। স্টার জলসায় চলে এসেছেন জি-এর 'কৃষ্ণকলি' তিয়াশা লেপচা।
আরও পড়ুন: ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে যা করলেন শ্রীলেখা
খুব শিগগিরই নতুন একটি ধারাবাহিক নিয়ে এই চ্যানেলে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। তবে সিরিয়ালের নাম বা নায়কের বিষয়ে কোনো তথ্য জানাননি তিয়াশা। তবে সাম্প্রতিক খবর নিঃসন্দেহে দর্শকদের জন্য খুশির খবর হয়ে উঠতে পারে। স্টার জলসায় ফিরতে চলেছেন জি-এর জনপ্রিয় জুটি নিখিল শ্যামা।
হ্যাঁ, এমন গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়ায়। 'কৃষ্ণকলি' ছবির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর চ্যানেল বদল করেন তিয়াশা। অন্যদিকে, নীল ভট্টাচার্যের সিরিয়াল 'উমা' এই সপ্তাহে শেষ হচ্ছে। এরপর তিনিও গড়িয়ে জলসা পাড়ি দেবেন। নিখিল শ্যামা জুটির স্মৃতি ফিরিয়ে আনবে নীল তিয়াশা।
এর আগেও দেখা গেছে কোনো চ্যানেলের জনপ্রিয় জুটি সিরিয়াল শেষ হওয়ার পর চ্যানেল পরিবর্তন করে। একটি সাম্প্রতিক উদাহরণ, স্টারের রাজা মাম্পি অর্থাৎ রাহুল রুকমা জুটি এখন জি-তে দেখা যাচ্ছে। এর আগেও 'রাশি'র নায়ক-নায়িকা জুটি চ্যানেল পাল্টেছিল। 'অপু' সুস্মিতা চ্যানেল পাল্টে কপালে থাপ্পড় মারলেন। দ্বিতীয়বার জনপ্রিয়তা পাননি এই অভিনেতা-অভিনেত্রীরা।
তাই নীল তিয়াশা জুটিকে নিয়ে অনেক আশা থাকলেও ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবশ্য, গুজব ছড়িয়ে পড়লেও, এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সেপ্টেম্বরে তিয়াশার নতুন ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে প্রোমো আসতে পারে। তাতেই জল্পনার অবসান হবে।


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন