মিঠাই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রিষা 

কখনো রোদ, কখনো বৃষ্টি। এরই মধ্যে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। ছোট-বড় সকল পূজা উদ্যোক্তা তারকাদের নিয়ে পূজা উদ্বোধনের অপেক্ষায়। এখন বড় পর্দার চেয়ে ছোট পর্দার তারকাদের নিয়ে পূজা উদ্বোধনের ধুম বেশি। আর এক্ষেত্রে চাহিদার শীর্ষে রয়েছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুন্ডু

জি বাংলার 'মিঠাই' তাকে জনপ্রিয় করেছে। এর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু এমন খ্যাতি কখনো পাননি। এখন সারা বাংলায় মিষ্টির পরিচিতি। বললেন 'বেঙ্গল টপার' সিরিয়ালের নায়িকা

তার সঙ্গে পুজোর উদ্বোধন করা মানেই পুজোর গুরুত্ব বাড়ানো।

কিছুক্ষণ আগে একটি সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ছোট পর্দায় বেশ কিছু জনপ্রিয়

অভিনেতা-অভিনেত্রী পূজার উদ্বোধনী পারিশ্রমিকের তালিকা শেয়ার করা হয়। তালিকার দ্বিতীয় স্থানে ছিল সৌমিত্রিষার নাম। একটি পূজার উদ্বোধন করতে তিনি ৮৫ হাজার টাকা ফি নেন বলেও জানা গেছে।

পারিশ্রমিকের অঙ্ক নিয়েও বিতর্ক তৈরি হয়। অঙ্কটা জেনে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ পুজোর ফিতা কাটা নিয়ে হট্টগোল করার জন্য তারকাদের নিন্দাও করেছেন। বিষয়টি নিয়ে মুখ খুললেন সৌমিত্রীশা নিজেই। আর মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন।

একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় সৌমিত্রীষাকে সরাসরি জানতে চেয়েছিলেন রিপোর্টে কতটা সত্যতা রয়েছে। জবাব দিলেন অভিনেত্রীও। তিনি লিখেছেন, 'এটি ভুল তথ্য। আমি আমার ব্যক্তিগত তথ্য তাদের সাথে শেয়ার করিনি।' একইভাবে 'আহির' ওরফে গৌরব রায় চৌধুরীও এ তথ্য অস্বীকার করেছেন। গত ১০ বছরে তিনি কোনো পূজা অনুষ্ঠানে যাননি।