ওয়েব শর্ট ফিল্ম 'গ্যাঁড়াকল'
মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের গল্প। বেকারত্ব, মাদক ও মাফিয়া! তারপর শুরু হয় আলো-আঁধারের জগতে এক শ্বাসরুদ্ধকর দৌড়। তাই তরুণ নির্মাতা নাজমুল দিগন্তের ওয়েব শর্ট ফিল্ম গ্যাঁড়াকল
ওয়েব শর্ট ফিল্মটি শুক্রবার (২৬ আগস্ট) দেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে।
এতে অভিনয় করেছেন আইরিন আফরোজ, শিমুল খান, বাশরী অনন্যা, আরফান অনিক, নাজিরুল আপন, তন্ময় এইচআর, মুকুল জামিল, শাহাদাত শিশির প্রমুখ।
এ প্রসঙ্গে অভিনেত্রী আইরিন আফরোজ বলেন, কাজটি খুবই চ্যালেঞ্জিং। আমি বিশ্বাস করি সবাই এটা উপভোগ করবে। মাদক ব্যবসার সাথে জড়িত এক তরুণীর জীবন কাহিনী নিয়ে এখানে পুরো ঘটনা তুলে ধরা হয়েছে।
'গ্যাঁড়াকল' ছবির পরিচালক নাজমুল দিগন্ত নিউজকে বলেন, এটি সম্পূর্ণ ভিন্ন চিন্তার গল্প। এই ক্রাইম ড্রামা শর্ট ফিল্মে অপরাধের অন্ধকার আন্ডারওয়ার্ল্ডে পাওয়া যাবে এক তরুণীকে। তার শ্বাসরুদ্ধকর যাত্রার এই উপভোগ্য গল্পে দর্শকরা ভাবনার খোরাক পাবেন।
নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করা নাজমুল দিগন্ত নাটকও নির্মাণ করেছেন। তবে এটি তার প্রথম ওয়েব শর্ট ফিল্ম। গ্যাঁড়াকলের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন