বিক্রম ও বেতাল
এটি একটি উত্তেজনাপূর্ণ গল্প। বিক্রমের বেশিরভাগই ছোটবেলা থেকে বেতালের গল্প শুনে বড় হয়েছেন। আর এবারই প্রথম টেলিভিশনের পর্দায় আসতে চলেছে বিক্রম ও বেতাল। আবারও পুরনো স্মৃতিতে ভাসতে চলেছে বাংলার মানুষ।
বেতালের চরিত্রে অভিনয় করছেন শুভাশীষ মুখোপাধ্যায় এবং বিক্রমের ভূমিকায় অভিনয় করছেন জয় মুখোপাধ্যায়। বেতাল পরপর বিক্রম বেতাল হবে পঞ্চান্ন সাপেক্ষে। দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় ফিরছেন জয়। আবারও স্টার জলসার পর্দায় ফিরছেন শুভাশীষ। নাটকের পর নতুন ধারাবাহিক।
ঘাড়ের কাছে ভূত কে রাখে? বিক্রম বেতালের একটি দুর্দান্ত গল্প টিভি পর্দায় ফিরতে চলেছে। ইতিহাসের পাতায় একটি বহুল আলোচিত গল্প রাজা বিক্রমাদিত্য ও বেতালকে নিয়ে। এই সিরিয়ালটি টিভি পর্দায় দেখা যাবে ৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন, সোম থেকে রবিবার বিকেল ৫টায়।
এই কিংবদন্তি গল্পের প্রোমো প্রকাশের সাথে সাথেই তোলপাড় হয়েছিল নেট। দর্শকরা খুব খুশি। জয় মুখোপাধ্যায়কে আবার দেখে তারা বিশেষভাবে খুশি। আবার কেউ বললেন, খুব প্রিয় দুটি চরিত্র, একদিনেই একটা গল্প শেষ করব। অন্যরা বিক্রম বেতালের শেষ অধ্যায় নিয়ে খুব আগ্রহী। স্টার জলসাকে ধন্যবাদ দিতে বাকি রইল না কেউ।

0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন