অনন্ত জলিল ও বর্ষা 

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা প্রথমবারের মতো নিজস্ব প্রযোজনার বাইরে সিনেমা করছেন। অ্যাকশন নির্ভর এই ছবির নাম 'কিল হিম'। 'সুনান মুভিজ'-এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।


শনিবার (৩ সেপ্টেম্বর) জানা গেছে, ছবির নায়ক পাবেন ৪০ লাখ টাকা এবং নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ টাকা। আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে বেতনের চেক হস্তান্তর করেন প্রযোজক ও পরিচালক ইকবাল। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া নায়কের এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক ইকবাল।


অনন্ত-বর্ষা ছাড়াও 'কিল হিম' ছবিতে অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। অক্টোবরে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।


শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে মহরত উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত ছিলেন নিপুন আক্তার, সাইমন সাদিকসহ আরও অনেকে। আরো উপস্থিত ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারা। মহরতে জানানো হয়, আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে 'কিল হিম'।