অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

শ্রাবন্তী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। আর স্বল্প পোশাকে অভিনেত্রীর ছবি প্রকাশ হলে তা ভাইরাল হয়ে যায়। সেখানে নানা মন্তব্য পড়ে।


কেউ তার প্রতি তাদের ভালবাসা, আকর্ষণ জাহির করে। কেউ আবার প্রেম নিবেদনে আটকে যায়। একটি অংশ আবার সরাসরি আঘাত করে তার চরিত্রে, একাধিক বিয়ে। কিন্তু তিনি কখনই লোকচক্ষুর আড়ালে যান না।


সোমবার থাইল্যান্ড মেমোরি সোশ্যালে শেয়ার করেছেন শ্রাবন্তী। একটি ছবিতে, তাকে একটি কালো-সাদা ডোরাকাটা মোড়ানো এক টুকরোতে দেখা গেছে। আরেকটি ছবিতে তিনি একটি কালো মনোকিনি পরে আছেন।


তিনি জানান, ছবিটির শুটিং হয়েছে থাইল্যান্ডে। এ বছর জন্মদিনে সেখানে গিয়েছিলেন তিনি।


এই ব্যাংকক সফরে শ্রাবন্তীর সঙ্গে থাকার কথা ছিল ঝিনুকের। গণমাধ্যমে নিজের মুখে এমনটাই জানিয়েছেন তিনি। তবে কথিত প্রেমিক অভিরূপ ছিলেন কি না তা জানা যায়নি। কিন্তু সেখানে ছিলেন ছেলে ঝিনুক অর্থাৎ অভিমন্যু এবং তার বান্ধবী মডেল দামিনী ঘোষ। ছেলে ও বউ-এর ছবি সবার সঙ্গে শেয়ার করেছেন শ্রাবন্তী।


পুলের ধারে কালো মনোকিনিতে শ্রাবন্তী। আর এই ছবিই প্রথম নজর কেড়েছে ভক্তদের। কেউ কেউ তাদের প্রিয় অভিনেত্রীকে বিকিনিতে দেখার দাবিও করেছেন। কেউ কেউ মন্তব্যের অধিবেশনেও তাদের ভাবনা প্রকাশ করেছেন।


একজন লিখেছেন- হট অ্যান্ড বিউটি শ্রাবন্তী চ্যাটার্জি, আরেকজন লিখেছেন- এই বয়সেও কি এই রূপের রহস্য বলতে পারি? যাইহোক, অনেকে তাকে তিরস্কার করা বন্ধ করেনি। তাদের কথা ছিল- অনেক প্রেমিক আছে, এখন একটু পিছিয়ে যাও।


গত বছর থেকে অভিরূপ ও শ্রাবন্তীর প্রেমের চর্চা। আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়ে গেলেই রোশান চতুর্থবার বিয়ে করবেন বলেও শোনা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রেমের কথা স্বীকার করতে না চাইলেও অভিরূপকে বিশেষ বন্ধু হিসেবে দাবি করেছেন।


এমনকি তিনি বলেছিলেন যে এই 'বিশেষ বন্ধু' সবসময় তার পাশে থাকে। তিনি আরও বলেন, অভিরূপের পুরো পরিবার এখন তার খুব কাছের।