মালাইকা অরোরা ও অর্জুন কাপুর
আবারও শিরোনামে মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। কীভাবে লাইমলাইটে থাকতে হয় মালাইকার চেয়ে ভালো কেউ জানে না। আর এই কারণেই শিরোনামে রয়েছেন বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী মালাইকা অরোরা।
এক সময় এক চটিয়া রাজত্ব করেছিলেন, মালাইকা অরোরাকে বর্তমানে রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে। তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে রয়েছেন মালাইকা। ট্রল তার নিত্যদিনের সঙ্গী।
অভিনেত্রীর বাবা এবং মা, যারা অভিনেত্রীর উপর ট্রল নিয়ে খুব চিন্তিত, সম্প্রতি একটি সাক্ষাত্কারে এই ফ্যাশনিস্তা নিজেই প্রকাশ করেছেন।
সবার সামনেই প্রেম করছেন অর্জুন ও মালাইকা। মালাইকা ৪৮ এবং অর্জুন ৩৬। দুজনের বয়সের পার্থক্য বিশাল। মালাইকা 12 বছর বয়সী অর্জুনের সাথে 3 বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। লুকিয়ে রাখা অতীতের ব্যাপার। দুই তারকাকে প্রায়ই তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। এখানেই শেষ নয়, একে অপরের ছবিতে প্রেমময় মন্তব্য করতে দেখা যায় অর্জুন-মালাইকাকে।
সাক্ষাৎকারে মালাইকা বলেন, মাঝে মাঝে আমার বাবা-মা জানতে চান কে আমার সম্পর্কে কী বলেছে। যদিও শেষ পর্যন্ত আমি মা এবং বাবাকে সেই আবর্জনা পড়া ছেড়ে দিতে বলি। এতকিছুর পরেও এগুলো সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।
মালাইকার কথায় অবশেষে শুনলেন অভিনেত্রী বাবা-মা। মেয়ের নামে করা বিরূপ মন্তব্যে পাত্তা দিতে রাজি নন তারা। বিপরীতে, সমস্ত গুজব উড়িয়ে দিয়ে অভিনেত্রীর মা এবং বাবা অর্জুন এবং মালাইকার পাশে দাঁড়িয়েছেন।
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা নিজেকে ঢাকতে রাজি নন। ফ্যাশনিস্তারা বারবার তা প্রমাণ করছেন। 10 বছরের ছোট অর্জুনের সাথে প্রেম করার জন্য মালাইকাকে বহুবার নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। যদিও সে এইসব ব্যঙ্গের কথা পাত্তা দেয় না, সে নিজেকেই বেশি পছন্দ করে।
কোনো কিছুর তোয়াক্কা না করে একে অপরের হাত ধরে রোমান্স উপভোগ করছেন অর্জুন ও মালাইকা। এ বছর বি-টাউনে বিয়ের মৌসুমে গাঁটছড়া বেঁধেছেন অনেক তারকা। এবার মাল্লার পালা। মালাইকার বিয়ের কথা শোনা যাচ্ছে বলিউড জুড়ে।

0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন