আরও পড়ুন : প্রস্তাবের সময় লাল শাড়ি পরেছিলাম: অপু বিশ্বাস
দুই নারী মডেলের সঙ্গে অভিনয় করেছেন হিরো আলম
বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সোশ্যাল মিডিয়ায় নিজের মিউজিক ভিডিওর মাধ্যমে তোলপাড় করা এই যুবক এখন বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো নিয়ে ব্যস্ত তিনি।
সম্প্রতি বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে হিরো আলমকে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ডাকা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকেই আবারও আলোচনায় তার নাম।
মিউজিক ভিডিওতে পরিচিতি পেয়ে অভিনয় শুরু করেন হিরো আলম। তারপর গানের জগতে প্রবেশ করেন। কিছু দিন পর, তিনি তার ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করেন, যা কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। বাংলা, ইংরেজি, হিন্দি, চাইনিজ, আরবিসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গান কভার করতে দেখা যায় তাকে। এবার 'ও কলকাতা মাইয়া' শিরোনামের নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। এতে দুই নারী মডেলের সঙ্গে অভিনয় করেছেন হিরো আলম।
হিরো আলম বলেন, 'সত্যি বলতে আমি গায়ক নই, শখ করে গান করি। আমি মূলত বাড়তি বিনোদনের জন্য গান করি। যেহেতু মানুষ আমার গান পছন্দ করে, তাই প্রতি মাসে একটি করে গান ইউটউবে পোস্ট করার পরিকল্পনা রয়েছে !
নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আমার কত ভক্ত আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি নিজেই যাচাই করবেন।
হিরো আলম আরও বলেন, 'শ্রোতাদের ভালোবাসায় এতদূর আসতে পেরেছি। আপনারা আমাকে যেভাবে সমর্থন করেছেন, ভবিষ্যতেও আমাকে সমর্থন করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো কাজ করতে চাই।


0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন