বাংলাদেশ
বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারানোর পর বুধবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

শ্রীলঙ্কার পর ‘এ’ গ্রুপ থেকে মালদ্বীপের বিপক্ষে মোট দুটি জয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। ‘বি’ গ্রুপে তিনটি দল ভারত, নেপাল ও ভুটান।

বুধবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের তরুণরা। প্রতিপক্ষ এই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, মাত্র পাঁচ মিনিট পর ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৩৭ মিনিট পর দলকে ২-০ গোলে এগিয়ে দেন মুর্শেদ আলী। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয় আক্রমণে ধার বাড়িয়েছে বাংলাদেশ। হুরমুহু আক্রমণ করলেও তৃতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত।

ম্যাচের ৭৫ মিনিটে গোল করার পর ৭৮ মিনিটে আবারও গোল করেন মিরাজুল ইসলাম। তার দুই গোলে বাংলাদেশ ৪-০ তে এগিয়ে যায়। বাকি সময়ে বাংলাদেশ জাল খুঁজে না পেলেও অতিরিক্ত সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মিরাজুল। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন ফয়সাল-ইমরানরা।