ঢালিউডের রোমান্টিক জুটি রাজ-পরী
বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক জুটি রাজ-পরী । ছেলে তাদের ঘর আলোকিত করেছে। ছেলের নাম রাখা হয়েছে শাহিম মুহাম্মদ রাজ্য।
আরও পড়ুন: বাংলা চলচ্চিত্রের হারিয়ে যাওয়া নায়িকা
মাতৃত্বের স্বাদ পেয়ে পরীর আনন্দের শেষ নেই। তার ব্যস্ততা তার ছেলেকে ঘিরে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো পরিচিতজন আসছেন রাজ্যকে দেখতে বাড়িতে। সবার দোয়া ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আছেন ছোট্ট রাজপুত্র। কিন্তু এত কিছুর পরও গর্ভাবস্থার দিনগুলো মিস করছেন নায়িকা।
গত শনিবার (২৭ আগস্ট) রাতে পরী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি আমার গর্ভাবস্থার দিনগুলোকে খুব মিস করছি। পেটে কেউ নড়ে না, আমার ভালো লাগে না।' ওই পোস্টের নিচে তিনি রাজকে উল্লেখ করে বুঝিয়ে দেন, কথাগুলো তিনি তার স্বামীকে বলছেন!
সেখানে রাজ মন্তব্য করেন, 'তোমাকে মনে পড়ে পরী।'
রাজ্যর মা এর আগে জানিয়েছিলেন যে তিনি গর্ভাবস্থায় নিজেকে বিভিন্নভাবে সময় দিয়েছেন। নিজে থেকে অনেক নতুন জিনিস শিখেছেন।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন তাদের বাড়িতে একটি শিশু আসছে। এর পর নায়িকা দ্রুত হাতে থাকা সব কাজ শেষ করে সাময়িক বিরতিতে চলে যান। গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
নবজাতককে বরণ করে নিতে আয়োজনের কমতি ছিল না ঢালিউডের রোমান্টিক জুটির। সন্তানের জন্য কেনাকাটা করে ঘর ভরে দিলেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করেছিলেন ছেলেটির মা পরী। অবশেষে তা সত্যি হলো। রাজগৃহে রাজ্য এসেছে।

0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন