এবার খরিকে টেক্কা মোহরের
প্রতিবার শীতের আগে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দেয়। কিন্তু যখন কালো মেঘ অদৃশ্য হয়ে যায় এবং সূর্যের আলো আসে, তখন মনটি মুহূর্তেই খুশিতে ভরে যায়। পুঃ পুঃ মনে আসে? আসলে বাঙালির সবচেয়ে বড় উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। আর মহালয়ার বাকি প্রায় এক মাস। চ্যানেলে চলছে প্রস্তুতি। কালারস বাংলা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত দুর্গা চরিত্রে অভিনয় করছেন। অনুশীলনে এবার স্টার জলসা।
জলসা অন্যতম প্রধান চ্যানেল। প্রতি বছর এই চ্যানেলের মহালয়া অনুষ্ঠানের প্রতি দর্শকদের আগ্রহ থাকে। সম্প্রতি শোনা গিয়েছিল জলসায় কে হবেন মহিষাসুরমর্দিনী তা নিয়ে দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছে। সোনামনি সাহা ও সোলাঙ্কি রায়। মহালয়ার অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী কে হবেন তা নিয়ে চলছে জল্পনা।
সর্বশেষ খবর অনুযায়ী, জলসা অনুষ্ঠানে মহিষা সুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে সাবেক 'মোহর' অর্থাৎ সোনামণিকে। কিন্তু অনেকেই খাদি বা সোলাঙ্কিকে দেবী দুর্গা হিসেবে চেয়েছিলেন। সোনামণি দুর্গা হবেন শুনে স্বভাবতই ক্ষুব্ধ গাঁথছড়া ও খড়ি ভক্তরা।
সোলাঙ্কি নিজেই এ বিষয়ে কী বলছেন? মাহিষা সুরমর্দিনী চরিত্রে কাকে দেখা যাবে সে বিষয়ে চ্যানেলের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি বলে সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী। তাই এ বিষয়ে এখন আলোচনা না করাই ভালো।
মহালয়ার আগে থেকেই বিভিন্ন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে যায়। এরই মধ্যে কালারস বাংলার প্রথম ঝলকও সামনে এসেছে। এবার সেই চ্যানেলে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় প্রথমবার দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। যদিও এটি এখনও জি এবং স্টারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি, তবে শোনা যাচ্ছে যে মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিত্রিষা কুন্ডুকে জি বাংলায় দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে।

0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন